• ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ১২:১১:৫৪ (19-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ১২:১১:৫৪ (19-May-2024)
  • - ৩৩° সে:

সাঘাটায় যমুনা ডান তীর ভাঙ্গন রক্ষা প্রকল্পের কাজে ধীরগতি, হতাশ নদীপাড়ের বাসিন্দারা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রাম এলাকায়, যমুনা ডান তীর ভাঙ্গন রক্ষা শীর্ষক প্রকল্পের ৬নং প্যাকেজ কাজের ধীরগতিতে হতাশ নদীপাড়ের বাসিন্দারা। আগামী বর্ষা মৌসুমের পূর্বেই ব্লক ফেলানোর কাজ শেষ না হলে বাড়ি, ঘর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষজন।জানা গেছে, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের অধীনে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাজুল ইসলাম এন্টারপ্রাইজ প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এ কাজ করছেন। কাজের স্থানে ৬নং প্যাকেজের সাইনবোর্ড খুঁজে পাওয়া যায়নি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদেরও পাওয়া যায়নি।নদী পাড়ের বাসিন্দা শামীম মিয়া, আব্দুর রউফ, আব্দুল্লাহ, রাশেদা, আসাদুল, আফজাল হোসেন বলেন, অন্যান্য প্যাকেজের কাজ গতি ভালো, ইতিমধ্যে ব্লক ফেলানোর কাজ শেষ করেছে তারা। তবে প্রভাবশালীদের মাধ্যমে নদীপাড়ের মাটি বিক্রিসহ নানা অনিয়ম করছেন ৬নং প্যাকেজের ঠিকাদার। বর্তমানে কাজ বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধা কার্য সহকারী মো. বকুল মিয়া বলেন, অন্যান্য প্যাকেজের তুলনায় ৬নং প্যাকেজের কাজের গতি নেই। ঠিকাদার বর্তমানে কেনো কাজ বন্ধ রেখেছেন আমি জানি না। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে দ্রুত কাজ শেষ করার জন্য।