• ঢাকা
  • |
  • বুধবার ৮ই মাঘ ১৪৩২ দুপুর ১২:১২:২৯ (21-Jan-2026)
  • - ৩৩° সে:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। নিজ নিজ নির্বাচনী এলাকার রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নেবেন প্রার্থীরা।প্রতীক পাওয়ার পর আগামীকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে।বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে এ নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।