• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:২৮:৫৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:২৮:৫৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল যুবকের

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সদর উপজেলায় মো. বাবুল মিয়া (৩৮) নামে এক ব্যক্তির খেজুরের কাঁচা রস পানে মৃত্যু হয়েছে। ২৭ জানুয়ারি শনিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার পপুলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত বাবুল সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা গ্রামের সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিনের ছেলে। তিনি কসমেটিকের ব্যবসা করতেন।২৮ জানুয়ারি রোববার বিকেল পাঁচটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নিহত বাবুল মিয়া অসুস্থ হয়ে গত ১৬ জানুয়ারি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। দু’দিন এ হাসপাতালে ভর্তি থাকার পর নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন লক্ষণ দেখা দেওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) থেকে টিম আসে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর তাকে ঢাকায় পপুলার হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষায় নিশ্চিত হয় তিনি নিপা ভাইরাসে আক্রান্ত। এরপর চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান বলেন, খেজুরের কাঁচা রস পানে নিপা ভাইরাসে আক্রান্ত হন বাবুল মিয়া। তিনি ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।