• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩২ ভোর ০৪:১৬:০৩ (05-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩২ ভোর ০৪:১৬:০৩ (05-Jul-2025)
  • - ৩৩° সে:

মুরাদনগরে নারীর ভিডিও ছড়িয়ে দেওয়া মাস্টারমাইন্ড গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মুরাদনগরের আলোচিত ধর্ষণ কাণ্ডের ঘটনায় মাস্টারমাইন্ড শাহ পরানকে গ্রেফতার করেছে র‍্যাব।ওই ঘটনার রাতে ভুক্তভোগী নারীকে নিপীড়ন ও বিবস্ত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন গ্রেফতার শাহ পরান।৪ জুলাই শুক্রবার র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কার্যালয়ের অধিনায়ক মাহমুদুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, শাহপরান ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী নারীর ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর আপন ছোট ভাই শাহ পরান।মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন বলেন, মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ওই নারীকে নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ধর্ষক ফজর আলীর ভাই শাহ পরানের সম্পৃক্ততা রয়েছে।মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, শাহ পরানকে র‍্যাব থানায় হস্তান্তর করেছে। শুক্রবার আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।