তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে হতাশ শান্ত
স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি দেওয়ার প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত নিয়ে শুরু হওয়া বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। বিষয়টি নিয়ে বিসিবির আরও ভাবনা-চিন্তার প্রয়োজন রয়েছে বলে মত দেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপরই তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে কটাক্ষ করেন বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় ক্রিকেট অঙ্গনে।বিসিবি পরিচালকের ওই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশের অনেক ক্রিকেটার প্রকাশ্যে প্রতিবাদ জানান। ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) পৃথক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানায়।এবার এই ইস্যুতে হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।৯ জানুয়ারি শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের ২ উইকেটের হারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।শান্ত বলেন, বিসিবি পরিচালকের এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘খুবই দুঃখজনক, কারণ আমরা এমন একজন ক্রিকেটারের সম্পর্কে এমন মন্তব্য করে ফেললাম, যিনি সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার। যাকে দেখে আমরা বড় হয়েছি। একজন ক্রিকেটার সফল হোক বা না হোক, দিনশেষে সে সম্মানটুকু আশা করেই। যে এত বড় ক্রিকেটার এবং দেশের জন্য এত কিছু করেছে, তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করা সত্যিই কষ্টের।’শান্ত আরও বলেন, সবচেয়ে দুঃখের বিষয় হলো এই মন্তব্য এসেছে বিসিবিরই একজন পরিচালকের কাছ থেকে। ক্রিকেট বোর্ড তো আমাদের অভিভাবক। ঘরের মানুষের কাছ থেকেই আমরা আশা করি যে তারা আমাদের আগলে রাখবে, রক্ষা করবে। সেই জায়গা থেকে একজন ক্রিকেটার হিসেবে আমি এটা একদমই মানতে পারছি না। আমি নিজেও চাই, আমার ঘরের মানুষ আমাকে ব্যাক করুক, সমর্থন করুক।’উদাহরণ টেনে শান্ত বলেন, ‘আমি যদি বাবা-মায়ের কথা বলি, তারা ঘরের মধ্যে আমাকে বকাবকি করতেই পারে। কিন্তু আমি কখনোই চাইব না যে মানুষের সামনে আমাকে বকাবকি করুক। এখানে তো এমন একজন মানুষ সম্পর্কে মন্তব্য করা হয়েছে, যিনি আমাদের অভিভাবকের জায়গায়। এটা গ্রহণ করা খুবই কঠিন। একজন প্লেয়ার হিসেবে আমি এর পক্ষে নই এবং এ ধরনের মন্তব্যকে একেবারেই যৌক্তিক মনে করি না।’