• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ রাত ০৯:০৮:৩০ (27-Jan-2026)
  • - ৩৩° সে:
অসহায় কাইউমকে নিজের বসতভিটায় ঘর তুলতে দিচ্ছে না প্রভাশালীরা

অসহায় কাইউমকে নিজের বসতভিটায় ঘর তুলতে দিচ্ছে না প্রভাশালীরা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে আদালতের রায় পাওয়ার পরেও নিজের বসত ভিটায় ঘর তুলতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রানাপাশা ইউনিয়নের দক্ষিণ তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবদুল কাইউম মোল্লা অসহায় হয়ে বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার পাননি।কাইউম মোল্লা অভিযোগ করে বলেন, আমার বাড়িতে মোট সাড়ে ৫ শতাংশ জমি রয়েছে। আমি প্রথমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করলে চেয়ারম্যান কাগজপত্র দেখে আমাকে জমি দখল বুঝিয়ে দেয়। পরবর্তীতে আমার প্রতিবেশী কামাল মোল্লা ও মজিবর মোল্লা চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে আমাকে দখলে থাকতে দেয়নি। আমার জমি তাদের কাছে বিক্রি করে দিতে হবে বলে চাপ ও হুমকি দিতে থাকে। পরে তারা আদালতে মামলা করলে সে মামলার রায়ও আমার পক্ষে আসে। কিন্তু তারা সে রায় না মেনে আমাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মামলায় তারা হেরে যাওয়ায় এখন আমার নামে মিথ্যা নারী ও শিশু নির্যাতন মামলা দেয়ার হুমকি দিচ্ছে ।অভিযোগের বিষয় জানতে অভিযুক্ত কামাল মোল্লাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এ ঘটনায় রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান হাওলাদার বলেন, আমি দু'পক্ষকে ডেকে শালিশি করে দিয়েছি। কিন্তু কয়দিন পরে কামাল-মজিবররা শালিশি না মেনে উল্টো কাইউয়মের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।