• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১০:৪২:১৯ (01-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নকল ঔষধ বিক্রির দায়ে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে নকল ঔষধ বিক্রির দায়ে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর।৩০ নভেম্বর রোববার বিকেলে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।ভোক্তা অধিদপ্তর জানায়, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে নকল ঔষধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ঐদিন রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কিছু ঔষধ জব্দ করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ওষুধগুলো নকল প্রমাণিত হলে ভোক্তা অধিদপ্তর আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ঔষধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করে ঔষধ জব্দ করা হয় এবং ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে।এদিকে জরিমানা করা হলে লাজফার্মার পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের সাপ্লাইকারী প্রতিনিধি প্রতারণা করেছে। ভুলবশত এসব ঔষধ দোকানে এসেছে। এজন্য আমরা জরিমানা দিয়েছি।’স্থানীয়দের অভিযোগ, বাজারে ভেজাল ও অনিয়মিত ঔষধ বিক্রি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।অভিযানে সেনেটারী ইন্সপেক্টর শাহিদা আক্তার ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ সেনাবাহিনী, পুলিশ ও ড্রাগ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।