• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩২ রাত ১২:৪৭:০৭ (23-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ঠাকুরগাঁওয়ে কৃষকের ৪৬ শতক ধানক্ষেত নষ্ট করার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ইসমাইল হোসেন নামে এক কৃষকের ৪৬ শতক জমির ধানক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।১৯ অক্টোবর রোববার পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর পুঁটিমারী বিলে এই ঘটনা ঘটে।এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় সেই এলাকার আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, মজিবর রহমানসহ মোট ৭ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ইসমাইল হোসেন।এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে ইসমাইল হোসেনের ১৬ শতক জমির ধানক্ষেত কেটে নষ্ট করে আসামিরা। পরে আরেক দফায় গত ১৯ অক্টোবর রবিবার ৩০ শতক জমির ধানক্ষেত বিষাক্ত স্প্রে দিয়ে পুড়িয়ে দেয়।এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক ইসমাইল হোসেন।এ বিষয়ে কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘আমার ধানক্ষেত আসামিরা ক্ষমতার প্রভাব দেখিয়ে নষ্ট করছে। আমি তাদের বিচার দাবি করছি।’তবে সব দোষ অস্বীকার করে অভিযুক্ত মজিবর রহমান বলেন, ‘আমাদের বিরুদ্ধে যেটা অভিযোগ করা হচ্ছে এটা মিথ্যা বানোয়াট।’পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, দায়ের হওয়া এজাহার পেয়েছি। ঘটনার সত্যতা পেলে মামলা নেওয়া হবে।