জুলাই-আগস্ট শহীদদের স্মরণে শ্রীপুর প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল
গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে জুলাই-আগস্ট ছাত্র-জনতা আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা,দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১ আগস্ট শুক্রবার রাত বাদ এশায় শ্রীপুর প্রেসক্লাব ভবনে শ্রীপুর প্রেসক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।গত বছর জুলাই-আগস্ট ছাত্র-জনতা আন্দোলনে ছাত্র জনতা,সাংবাদিক,শিক্ষক ও বিভিন্ন পেষার শহীদদের স্মরণে এবং আহতদের রোগ মুক্তি কামনায় এ আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন এনামুল হক আকন্দ, সোহাগ প্রধান, মাহফুজুর রহমান ইকবাল, নূরুল আজীম বাবুল,আনোয়ার হোসেন, সুমন প্রধান, উজ্জল মিয়া, আশরাফুল আলম সরকার, রেজাউল করিম আবুল কালাম,আবু বক্কর সিদ্দিক, মো. ফরহাদ,হিমু সরকার,মিজানুর রহমান,সাদ্দাম হোসেন,আলফাজ উদ্দিন স্বপন,হাজ্বী আসাদুজ্জামান, মো. সামি,আরিফ প্রধান,কবির হোসেন আকন্দ, আলমগীর হোসেন উজ্জল। সব শেষে জুলাই- আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের সকল শহীদদের স্মরণে ও আহতদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।