• ঢাকা
  • |
  • সোমবার ৫ই মাঘ ১৪৩২ রাত ০১:২৮:১৪ (19-Jan-2026)
  • - ৩৩° সে:
খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দোয়া

খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দোয়া

লালপুর (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ও নাটোর -১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের দিক নির্দেশনায়, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া আদায় করে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৬ ডিসেম্বর শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব হারুন অর রশিদ পাপ্পুর আহ্বানে জুমার নামাজের পরে লালপুর বাজার জামে মসজিদ, বালিতিতা থানা মসজিদ, দক্ষিণ লালপুর, বাহাদুরপুর ও মোহরকয়া জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বিভিন্ন মসজিদে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি সহ অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীর পাশাপাশি এলাকার সাধারণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং তারেক রহমানের সুস্থতা ও নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। সেই সাথে দেশ ও জাতির কল্যাণ গণতন্ত্র পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।