• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৩৬:৩৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৩৬:৩৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে ১০ মার্চ রোববার সকালে পত্নীতলা উপজেলা প্রশাসনের আযোজনে একটি র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টুকটুক তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়েব খাঁন, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ওয়্যার হাউজ ইন্সপেক্টর রায়হান ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধী, সুধিজন, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।এ সময় বক্তারা দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে বন্যা ও আগুন লাগলে আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে সকলকে অবহিত করেন এবং তা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।এরপর উপজেলা চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া প্রদর্শনের মাধ্যমে ধারণা প্রদান করে ফায়ার সার্ভিস ইউনিট।