নির্বাচিত হলে কঠোরহস্তে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি। মানুষের নিরাপত্তা নিশ্চিতে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এমনকি অপরাধী নিজ দলের হলেও কোনো ছাড় দেয়া হবে না— এমনটাই জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।২৫ জানুয়ারি রোববার দুপুর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।সমাবেশস্থলে উপস্থিত হয়ে আঞ্চলিক ভাষায় তারেক রহমান বললেন, ‘অনেরা ক্যান আছন'? উপস্থিত জনতাও চট্টগ্রামের ভাষায় সমস্বরে জবাব দেয় ‘ভালা আছি'।পরে তারেক রহমান বলেন, মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। আমাদেরকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনও উন্নয়ন হবে না। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে।তিনি বলেন, কৃষক ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। এ সময় তিনি খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ইপিজেডের সংখ্যা আরও বাড়ানো হবে। চট্টগ্রামসহ সবখানে জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে।শিক্ষাখাতে শুধু পুঁথিগত বিদ্যা নয়, বাস্তবসম্মত জ্ঞান অর্জনের দিকে গুরুত্ব দেন বিএনপি প্রধান। বলেন, কেবলমাত্র সার্টিফিকেট নয়, কর্মসংস্থান ভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে বিএনপি।এ সময় তারেক রহমান আওয়ামী লীগের ১৯৯৬–২০০১ আমলের দুর্নীতির ঊর্ধ্বগতির কথা তুলে ধরেন। জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ক্রমাগত দুর্নীতির সূচক কমেছে। দুর্নীতির কড়াল গ্রাস থেকে দেশকে মুক্ত করেছিলেন খালেদা জিয়া।বক্তব্যে চট্টগ্রামের সাথে নিজের আত্মিক সম্পর্কের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, এই শহর থেকেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আবার এই মাটিতেই তিনি শহীদ হয়েছেন। এই চট্টগ্রামেই খালেদা জিয়াকে ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত করা হয়েছিল। তাই চট্টগ্রামের সঙ্গে আমার এবং আমার পরিবারের এক গভীর আবেগের সম্পর্ক রয়েছে।এর আগে, সকালে চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে যুব সংলাপে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। অনুষ্ঠানে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তরুণদের পরামর্শ গ্রহণ করেন তিনি।