• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই মাঘ ১৪৩২ রাত ০১:১৬:১৫ (29-Jan-2026)
  • - ৩৩° সে:
অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তীসহ ৩ জনের সম্পদের হিসাব চায় দুদক

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তীসহ ৩ জনের সম্পদের হিসাব চায় দুদক

বিনোদন ডেস্ক: ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর এবং দুই অ্যাডভারটাইজং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে সম্পদ ও দায়-দেনার হিসাব সরবরাহের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।২৫ জানুয়ারি রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।দুদকের এ কর্মকর্তা বলেন, আলফা আই স্টুডিও’র সহ-প্রতিষ্ঠাতা এবং এসভিএফ-আলফা আই প্রোডাকশনের মালিক শাহরিয়ার করিম ভূঁইয়া, গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের (বর্তমানে- ট্রান্সকম গ্রুপের অ্যাড ফার্ম ডট বার্থ) মালিক সৈয়দ গাউসুল আলম এবং ঊর্মিলা শ্রাবন্তী করকে কমিশনের নির্ধারিত ছক অনুযায়ী সম্পদ ও দায়-দেনার হিসাব সরবরাহের জন্য আদেশ জারিকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।দুদক আইন ২০০৪ এর ২৬ (১) অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেয়া হয়েছে। সংস্থাটি থেকে শিগগিরই নোটিশগুলো ইস্যু করা হবে।