নজরকাড়া গ্ল্যামারাস লুকে দিশা পাটানি
বিনোদন প্রতিবেদক: বলিউডের সুন্দরী অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল দিশা পাটানি দারুণভাবে আলোচিত। বিভিন্ন সময় এই তারকা নিজের গ্ল্যামারাস লুক দিয়ে আলোচনায় আসেন। এই বলিউড ডিভা যা পরেন, তাতেই তিনি মানিয়ে যান।ধারালো ফিগার আর আবেদনময়ী মুখশ্রী কল্যাণে দিশা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন চোখধাঁধানো লুকের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে।এসব ছবিতে তাকে ড্রেস, গাউন, বিকিনি, হটপ্যান্ট থেকে শুরু করে সব পোশাকেই দেখা যায় ঘুরিয়ে-ফিরিয়ে। তবে দিশার ঝলমলে আমেজের লুকের ছবিগুলো তার দর্শক - ভক্তদের দারুণ নজর কাড়ে।