প্রতিটি উপজেলায় ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা হবে
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন বলেছেন, ফটিকছড়ি উপজেলাসহ দেশের প্রতিটি উপজেলায় খুব সহসা ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা হবে। বিষয়টির ব্যাপারে সংস্কার কমিশনের সবাই প্রস্তাব করেছেন। এছাড়া অচিরেই ফটিকছড়িতে আরও একটি পারিবারিক আদালত স্থাপন করা হবে।তিনি বলেন, ফটিকছড়ির জনসংখ্যা ও মামলা অনুপাতে আদলতের সংখ্যা বৃদ্ধি খুবই জরুরি। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, ফটিকছড়িতে আদালতের সংখ্যা বৃদ্ধি করার জন্য সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। তিনি ফটিকছড়ির প্রতিটি মানুষের কাছে লিগ্যাল এইডের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরার জন্য উপস্থিত আইনজীবীদের নির্দেশনা দেন।২২ অক্টোবর বুধবার বিকেলে ফটিকছড়ি চৌকি আদালত ভবনের বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি কার্যক্রম সম্প্রসারণ, লিগ্যাল এইড শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফটিকছড়ি চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শুভদীপ পাল'র সভাপতিত্বে ও ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফয়সাল আতিক বিন কাদের, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাউদ হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুল হালিম, চট্টগ্রাম লিগ্যাল এইড অফিসার (বিচারক) রুপন কুমার দাশ, ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, সিনিয়র সহকারী জজ আরফাতুল রাকিব, ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট মো. লিয়াকত আলী চৌধুরী প্রমুখ।