• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১২:০৬:৩৯ (29-Dec-2025)
  • - ৩৩° সে:
টাঙ্গাইলে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা

টাঙ্গাইলে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে কোমলমতি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতা বৃদ্ধি, যুক্তি–পাল্টা যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক চর্চা গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের যোগাযোগ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইংরেজিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।২৭ ডিসেম্বর শনিবার বিকেলে শহরের শাহীন স্কুলে আয়োজিত আন্তঃস্কুল এ বিতর্ক প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সুফল ও কুফল নিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আতিকুর রহমান। বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের লেকচারার তানিয়া সুলতানা তন্নী এবং টাঙ্গাইল প্রিক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ শাহীনুর ইসলাম।শাহীন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমিন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন শাহীন স্কুল ইংরেজি ভার্সনের অধ্যক্ষ মো. মিলন সরকার। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।