শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জের শ্রেষ্ঠত্বের সম্মাননা
গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলা পুলিশ কর্তৃক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের (ওসি) মর্যাদাপূর্ণ পুরষ্কারে ভূষিত হয়েছেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম। তাঁর এই বিশেষ স্বীকৃতি শ্রীপুর মডেল থানার সার্বিক কর্মদক্ষতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর কঠোর পরিশ্রম এবং জনমুখী পুলিশিংয়ের প্রতি তাঁর অঙ্গীকারের ফল।২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, ড. চৌধুরী মো. যাবের সাদেক।এ সময় পুলিশ সুপার বলেন, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে বারিক তাঁর কর্তব্য পালনে যে নিষ্ঠা, সাহস এবং পেশাদারিত্ব দেখিয়েছেন, এই পুরষ্কার তারই প্রমাণ।এই স্বীকৃতি গাজীপুর জেলার অন্যান্য থানা এবং পুলিশ সদস্যদের জনসেবার প্রতি আরও উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে।জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি শ্রীপুর মডেল থানা ও পুরো গাজীপুর জেলা পুলিশের সেবার মান ও সুনামের প্রতীক।