• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:৪২:০৮ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:৪২:০৮ (01-May-2025)
  • - ৩৩° সে:

বাগেরহাটে তারুণ্যের উৎসবের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদ্বোধন ও পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ২০ জানুয়ারি সোমবার সকালে বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম. ছায়েদুর রহমান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার কীর্ত্তনীয়ারের সভাপতিত্বে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোর্শেদ, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, প্রাক্তন শিক্ষার্থী অহিদ মুরাদ মধু, খন্দকার আকমল উদ্দিন সাখি, মো. আব্দুল্লাহ বনি, প্রাক্তন কমিশনার মো. ওয়াহিদুজ্জামানসহ সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এই অনুষ্ঠানে অংশ নেয়।তারুণ্যের উৎসবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময় ও মিলন মেলাসহ শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এছাড়া পিঠা উৎসবে সকাল থেকে ১৩টি স্টলে গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন বাহারি পিঠা প্রদর্শন ও বিক্রয়ের জন্য রাখা হয়েছে। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা অংশ নিতে পেরে খুবই উচ্ছ্বাসিত।