• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৫৮:০১ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৫৮:০১ (01-May-2025)
  • - ৩৩° সে:

আল্লামা সাঈদী কখনোই মানবতা বিরোধী ছিলেন না: শামীম সাঈদী

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সারা জীবন কোরআনের আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আর যারা ক্ষমতায় থেকে সন্ত্রাস করেছেন, শাসন করেছেন, লগিবৈঠা দিয়ে পিটিয়ে নিরীহ মানুষ মেরেছেন তারাই হচ্ছেন মানবতাবিরোধী। দেলোয়ার হোসেন সাঈদী কখনোই মানবতা বিরোধী ছিলেন না।২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে নেছারাবাদের সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, আমার বাবা শেখ হাসিনাকে বলেছিলেন, এমন দিন আসবে পালানোর সময় পাবে না। বেশি লাফালাফি করলে মামা বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে। তিনি অগ্রিম বলেছিলেন, দিল্লি আপনাকে যেতেই হবে। তার কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে।এ সময় তিনি বলেন, আমরা কখনোই মৌলবাদী নয়, আমরা হচ্ছি মূলবাদী, আমরা সত্যের পক্ষে কথা বলি তাই আমরা কখনোই মৌলবাদী হতে পারি না। যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেন তারা হচ্ছেন মূলবাদী। আর যারা দেশের বিরুদ্ধে কাজ করে তারা হচ্ছে মৌলবাদী।শামীম সাঈদী বলেন, শেখ হাসিনা সরকার মিথ্যে মামলা দিয়ে ১৩টি বছর দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগারে বন্দি করে রেখেছিলেন। কিন্তু কখনোই তার মুখ মলিন ছিল না। বুকে ছিল কোরান, মুখে ছিল হাসি। আর এখন যাদের কারাগারে নিয়ে আসে তাদের মুখ সর্বদা মলিন ও বিষণ্ন থাকে। কারণ, তারা অপরাধী।এ সময় তিনি শেখ হাসিনার উদ্দেশ্যে আরও বলেন, আপনি যেখানে আছেন, সেখানেই থাকেন। চট করে বাংলাদেশে আসার স্বপ্ন দেখিয়েন না। যদি চট করে চলে আসেন কট করে ট্রাইবুনালে ঢুকিয়ে দেয়া হবে। যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দিনের পর দিন বন্দি অবস্থায় ছিলেন।শামীম সাঈদী বলেন, জামায়াতে ইসলামের একজন লোকও পাকিস্তানে পালায়নি। অতএব, জামায়াতে ইসলাম রাজাকার নয়। আওয়ামী লীগ রাজাকারের দল ক্ষমতায় থাকাকালীন সময়ে যাদের রাজাকারের তালিকা করেছে তাদের ৯০% লোকই আওয়ামী লীগ সমর্থিত।নেছারাবাদ উপজেলা সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধর্মীয় আলোচক, বাংলাদেশ টেলিভিশন, আর টিভি ও আশুলিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস সত্তার আজাদী। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মদিনাতুল উলুম ইনিস্টিটিউট কামিল মাদ্রাসার প্রভাষক এ, কে, এম মোশাররফ হুসাইন ও পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খান প্রমুখ।