সোনারগাঁও থানা বিএনপির তাঁতী দলের কমিটি ঘোষণা
মাল্টিমিডিয়া রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।১৫ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার কাচঁপুর এলাকায় জেলা তাঁতী দলের সদস্য সচিব সালমান আহম্মেদ রুবেল ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এতে বুলবুল আহমেদকে আহ্বায়ক ও আব্দুর রহিমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব হাজী মো. মজিবুর রহমান।এছাড়া আরও উপস্থিত ছিলেন থানা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ইসহাক আহম্মেদ, পৌরসভা তাঁতী দলের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেনসহ দলের নেতাকর্মীরা।প্রধান অতিথি মজিবুর রহমান বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতার লোভে দেশের মানুষকে অত্যাচার করে এখনো বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সজাগ থেকে কাজ করতে হবে।’