• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩১:৫৭ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩১:৫৭ (09-May-2024)
  • - ৩৩° সে:

সেনবাগে ১৬ দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পন্ন

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে উদ্যোক্তা সৃষ্টির লক্ষে পিছিয়ে পড়া ২১ জন তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়নে ১৬ দিনব্যাপী ব্যাবসা, ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে এনজিও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) সেনবাগ শাখা।২৮ মার্চ বৃহস্পতিবার সেনবাগ বিআরডিবি হল রুমে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দীর্ঘ ওই প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হয়। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার যেীথভাবে এতে অর্থায়ন করে এবং পিকেএসএফ সার্বিক কারিগরি সহায়তা প্রদান কের।কর্মশলায় মূল প্রশিক্ষণ প্রদান করেন মো. সোহেল রানা কেস মেজেনমেন্ট রেইজ অফিসার কোডেক রেইস প্রকল্প ।  এ সময় অন্যান্যেন মধ্যে আরও প্রশিক্ষণ প্রদান করেন কোডেক নোয়াখালী জোনাল ব্যবস্থাপক শহীদুল ইসলাম শামীম, এলাকা ব্যস্থাপক কাজী আল মামুন, কোডেক প্রাণী সম্পদ কর্মকর্তা নাফিজ আল হোসাইন, কোডেক মৎস্য কর্মকর্তা আতিকুর রহমান।এতে সার্বিক সহযোগিতা করেন কোডেক সেনবাগ শাখা ব্যবস্থাপক জাকির হোসেন। এ সময় অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন প্রশিক্ষণার্থী বিরি মরিয়ম ও আসমা উল হুসনা। ১৬ দিনব্যাপী অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে ব্যবসার উন্নয়ন, ব্যবস্থাপনা, ঝুকি, দক্ষতা এবং ব্যবসায়ের কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।