• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:৪৫:৪৭ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:৪৫:৪৭ (17-May-2024)
  • - ৩৩° সে:

রাজধানীতে ২ কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

ঢাকা কলেজ প্রতিনিধি:  রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মোট ৪ জন শিক্ষার্থীর আহত হয়েছে। এসময় ২টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে গেছে।২৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ঢাকা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ৩ জন শিক্ষার্থী আহত হয়। আহতরা হলেন- নাঈম (১৮), কাব্য (১৯) ও স্পন্দন বসু (১৯)। আহত অপরজন ঢাকা কলেজ শিক্ষার্থী। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।দুই কলেজের শিক্ষার্থীদের ভাষ্যমতে, বেলা সাড়ে ১১টার দিকে ক্লাস ছুটির পর ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে সিটি কলেজের শিক্ষার্থীরা আটকে রাখে। খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সিটি কলেজের সামনে, সায়েন্সল্যাব এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় আবারো কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় সায়েন্সল্যাব এলাকায় একটি লেগুনা ও বাসে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। সংঘর্ষের পরে সাইন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী  বলেন, ‘আমাদের এক সহপাঠীকে সিটি কলেজের ছাত্ররা আটকে রাখে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের ছাত্ররা উত্তেজিত হয়ে সিটি কলেজের দিকে যায়।’ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘটনা নিয়ে কথা বলছি। আমাদের যে শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিল, সে এখন আমার অফিসে আছে। পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে।’এ বিষয়ে জানতে সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেদার উদ্দিন আহমেদকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই এমন ঘটনা ঘটে আসছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’