• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে আশ্বিন ১৪৩২ দুপুর ১২:৪৯:৪৩ (08-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

টঙ্গীতে প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন করলেন উপদেষ্টা শারমীন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পরিচালিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটি পরিদর্শন শেষে তিনি প্রতিবন্ধী কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।স্বাগত বক্তব্য রাখেন টঙ্গী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কারখানা ব্যবস্থাপক মোহাম্মদ মহাসিন আলী। সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠানের বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন এবং প্রতিবন্ধী কর্মীদের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রী পরিদর্শন করেন।এ সময় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, প্রতিবন্ধীরা কোনোভাবেই সমাজের বোঝা নয়, তারা আমাদের দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। সুযোগ, প্রশিক্ষণ ও সহায়তা পেলে তারাও সমাজ ও অর্থনীতির মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। বর্তমান সরকার প্রতিবন্ধীদের দক্ষতা বিকাশ ও কর্মসংস্থানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।তিনি আরও বলেন, আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে প্রচুর কাজ চলছে। আপনারা যেসব প্রশ্ন করছেন, কিছু সময় গেলে তার বিস্তারিত উত্তর দিতে পারব। তবে আমি চাই, এই শিল্পটি যেন টিকে থাকে এবং আরও সম্প্রসারিত হয়। সেজন্য আমরা নিরলসভাবে কাজ করছি।মুক্তা পানির সংকট ও ব্যবস্থাপনা প্রসঙ্গে শারমীন এস মুরশিদ বলেন, আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করছি। আমরা পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য কাজ করছি। প্লাস্টিক আমাদের জীবনে যেমন আশীর্বাদ, তেমনি অভিশাপও বটে। তাই প্লাস্টিকের রিসাইক্লিং প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মুক্তা পানির সম্প্রসারণের দিকেও আমরা গুরুত্ব দিচ্ছি।উল্লেখ্য, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প দীর্ঘদিন ধরে টঙ্গী অঞ্চলে প্রতিবন্ধীদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও পণ্য উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আসছে।