• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ দুপুর ০১:০০:৩১ (07-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ডি ককের সেঞ্চুরিতে সমতায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। প্রথম সিরিজেই কুইন্টন ডি কক পেলেন সেঞ্চুরির দেখা। দক্ষিণ আফ্রিকান সাবেক এই অধিনায়কের শতরানে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরলো প্রোটিয়ারা।৬ নভেম্বর বৃহস্পতিবার ফয়সালাবাদের আল্লামা ইকবাল স্টেডিয়ামে ২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রায় দশ ওভার বাকি থাকতেই সহজ জয় পায় সফরকারীরা।১১৯ বলে ১২৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ডি কক। ৮ চার ও ৭টি ছক্কার সাহায্যে এই অপরাজিত ইনিংসটি খেলেন তিনি। দলের জয়ে ৬৩ বলে ৯টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৭৬ রান করেন টনি ডি জর্জি। অধিনায়ক ম্যাথিউ ব্রিৎজকে অপরাজিত থাকেন ২১ বলে ১৭ রান করে।এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে যায় পাকিস্তান। ৪.৫ ওভারে দলীয় ৩২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা। এরপর ওপেনার সাইম আইয়ুব, আগা সালমান ও মোহাম্মদ নওয়াজের তিন ফিফটিতে ৯ উইকেটে ২৬৯ রানের পুঁজি সংগ্রহ করে স্বাগতিকরা।  দক্ষিণ আফ্রিকার হয়ে নান্দ্রে বার্গার শিকার করেন ৪টি উইকেট। পিটারের ঝুলিতে ওঠে ৩টি উইকেট।