• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:৪৯:০৬ (01-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি অলিপ, সম্পাদক কাবির

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ  (এইচএসটিইউডিএস)-এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ নবী হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী কাবির আব্দুল্লাহ্। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির, সদ্য বিদায়ী সভাপতি মো. শাকিল হাসান ও সাধারণ সম্পাদক খাইরুন্নেসা তাকিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কেয়া আক্তার সুলতানা, ইমরান হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মামুন মিয়া, সারাহ্ মাসরুরা মুমু সাংগঠনিক সম্পাদক আর্নিকা আখতার (ডিবেট), মাহাবুব ইসলাম (প্রশাসন), প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ইয়ামিন ফারিয়া, দপ্তর সম্পাদক মোছা. মুনমুন আক্তার, অর্থ সম্পাদক ফাইরুজ মুত্তাকি, ইভেন্ট ও ওয়ার্কশপ সেক্রেটারি প্রিন্স আহমেদ, আইটি সম্পাদক মো. হাবিবুল বাশার, কারিকুলাম সেক্রেটারি তৌহিদা জান্নাত চৌধুরী ও হামিমাতুস্ সাদিয়া এবং এইচআরএম সম্পাদক পদে জাহিদ হাসান।নবনির্বাচিত সভাপতি সৈয়দ নবী হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য এইচএসটিইউডিএসকে আরও গতিশীল ও কার্যকর সংগঠনে রূপ দেয়া। জাতীয় প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে সর্বোচ্চ স্বীকৃতি অর্জন এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের মেধা, যুক্তি ও নেতৃত্ব বিকাশে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা হবে আমাদের প্রধান অঙ্গীকার।’সাধারণ সম্পাদক কাবির আব্দুল্লাহ্ বলেন, ‘ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে সহশিক্ষা কার্যক্রমের প্রসারে কাজ করবে নবগঠিত কমিটি। এছাড়া জাতীয় এবং আঞ্চলিক বিতর্ক অঙ্গনে এইচএসটিইউডিএস তার স্বতন্ত্র ভূমিকা বজায় রাখবে।’