• ঢাকা
  • |
  • রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৭:৩৩ (25-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৭:৩৩ (25-May-2025)
  • - ৩৩° সে:

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পর্যায়ের ৩৫ শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।২৪ মে শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।গত বছর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাধ্যমে এ অ্যাওয়ার্ড প্রথমবারের মতো প্রদান করা হয়। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে এ আয়োজন। বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদ থেকে প্রতি অনুষদের প্রথম তিনজন করে মোট ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা।অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ডিনস অ্যাওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জন। এটি তোমাদের মেধা ও পরিশ্রমের ফলাফল। এই সম্মাননা যেনো ভবিষ্যতেও তোমাদের পথপ্রদর্শক হয় এবং ইতিবাচক প্রভাব ফেলে সেই প্রত্যাশা রাখি।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, সবসময় মনে রাখবে, চেষ্টার ঊর্ধ্বে কিছু নেই। চেষ্টা করলে অবশ্যই ফল পাওয়া যায়। যারা ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেছে, তারা নিজেদের সিভিতে এক উজ্জ্বল নক্ষত্র যোগ করার সুযোগ পেয়েছে। আশা করি, ভবিষ্যতে তোমরা এই অর্জনকে যথাযথভাবে কাজে লাগাতে পারবে।তিনি শিক্ষকদের উদ্দেশে আরও বলেন, আপনারা পরীক্ষার খাতায় মার্ক দিন। মার্ক বেশি দিলে ক্ষতি নেই। কেউ যদি প্রকৃত অর্থে ভালো করে, তাকে কখনো জোরপূর্বক কম মার্ক দেবেন না।