• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৫:৩২:০৭ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৫:৩২:০৭ (21-May-2024)
  • - ৩৩° সে:

স্বেচ্ছাসেবীদের নিয়ে মেয়র আতিকুলের প্যারিস খাল পরিচ্ছন্ন অভিযান

নিজস্প প্রতিবেদক: মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এই কাজে সহযোগিতা করতে যুক্ত হয়েছেন বিডি ক্লিনের ১২শ স্বেচ্ছাসেবী।আজ ২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর প্যারিস খালে এই অভিযান শুরু করেন মেয়র।অভিযান শুরুর আগে বিডি ক্লিনের ১২শ স্বেচ্ছাসেবীদের শপথ বাক্য পাঠ করান মেয়র আতিকুল ইসলাম।এর আগে গত ৩১ জানুয়ারি বুধবার মিরপুর প্যারিস খাল পরিদর্শন করে শুক্রবার থেকে এটার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছেলেন ডিএনসিসি মেয়র।আতিকুল ইসলাম বলেন, ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রূপে ফেরানো হবে। এই খাল পরিষ্কার হলে মেয়র এবং কাউন্সিলররা কিন্তু এর সুফল ভোগ করবে না। এর সুফল ভোগ করবে এলাকাবাসী। আপনাদের সকলের জন্যই এই খাল পরিষ্কার করা হবে।