• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৪:০০:৫৮ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৪:০০:৫৮ (21-May-2024)
  • - ৩৩° সে:

বাউফলের আদাবাড়িয়ায় ফের ডাবল মার্ডার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জের ধরে সেলিম মুন্সি (৪৫) ও আলাউদ্দিন মুন্সি (৫০) নামের দুই জন নিহত হয়েছেন।২৬ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ফুলবানু (৪৭) ও মার্জিয়া নামের দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।সংশ্লিষ্ট সূত্র জানায়, জমিজমা নিয়ে সেলিম মুন্সী গংয়ের সাথে তার চাচাতো ভাই আলাউদ্দিন গংয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সেলিম মুন্সী নৌকা মার্কার প্রচার চালিয়ে বাড়ি ফেরার সময় পথিমধ্যে আলাউদ্দিন মুন্সী গং তার উপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। একই ঘটনায় হামলাকারী আলাউদ্দিন মুন্সীও মারা যান। তবে তিনি হামলার শিকার হয়ে মারা গেছেন নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা জানা যায়নি।৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু বলেন, সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সী আপন চাচাতো ভাই। শুনেছি, তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আর এ বিরোধের জের ধরেই সেলিম মুন্সীর উপর তারা হামলা করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে আলাউদ্দিন মুন্সী কীভাবে মারা গেছে তা বলতে পারবো না।বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, দুই পরিবারের পক্ষ থেকে দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।