বকশীগঞ্জে নূর ডায়াগনস্টিক সেন্টারে ডক্টরস ডে অনুষ্ঠিত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে নূর ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকের ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে পল্লী চিকিৎসকদের নিয়ে ডক্টরস ডে অনুষ্ঠিত হয়েছে।১ অক্টোবর বুধবার দুপুরে পৌর শহরের নূর ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে বিভিন্ন উপজেলার পল্লী চিকিৎসকদের নিয়ে ডক্টরস ডে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা পঙ্গু হাসপাতালের স্পাইন ও অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আর করিম রেজা।নূর ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিনের সভাপতিত্বে এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন ফুয়াদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব মোহাম্মদ আলতাফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, উপজেলা জামায়াতের আমির শফিকুল্লাহ বিএসসি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, বেসরকারি ক্লিনিক মালিক সমিতির নেতা জুলফিকার আলী খোকন।চিকিৎসা সেবায় নূর ডায়াগনস্টিক সেন্টারের ভূমিকা ও পল্লী চিকিৎসকদের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে চিকিৎসবা প্রাপ্তি নিয়ে আলোচনা করা হয়। পরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।