মহাসড়কে ট্র্যাফিক পুলিশের অভিযান, আটক ৪
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ শহরের ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা অবৈধ সিএনজি ও হ্যালোবাইকের স্ট্যান্ডে ট্র্যাফিক পুলিশের অভিযান চালানো হয়। অভিযানের সময় শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।৩০ জুলাই বুধবার সকাল ১২টার দিকে এ অভিযান ঘিরে মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জ জেলা ট্র্যাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন) আব্দুল হামিদ।তিনি জানান, মহাসড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ কমাতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্ট্যান্ডগুলো শুধু যানজটই সৃষ্টি করছে না, বরং আইনশৃঙ্খলার জন্যও হুমকি হয়ে উঠছে। অভিযানে দেখা গেছে, বহু সিএনজি ও হ্যালোবাইকের বৈধ কাগজপত্রই নেই।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে এসব অবৈধ যানবাহন পরিচালনার সঙ্গে জড়িত এবং প্রতিনিয়ত চাঁদা আদায় করে যাচ্ছে।এ বিষয়ে ট্র্যাফিক বিভাগ জানিয়েছে, যানজট এবং অবৈধ চাঁদাবাজি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে তারা এবং প্রয়োজনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।