• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০২:৪৩:৫৫ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০২:৪৩:৫৫ (20-May-2024)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে এনজিও কর্মীর মৃত্যু

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে বিপ্লব সরকার (২৯) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের হরিপুর মুছি বাড়ীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেন থেকে কীভাবে পড়েছে তা কেউ নিশ্চিত করতে পারেননি।নিহত যুবক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার লামছড়ী গ্রামের মৃত সুরেস সরকারের ছেলে।রেল লাইন পাহারাদার আনসার সদস্য জালাল উদ্দীন বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুর গামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি আনুমানিক রাত ৮টার সময় চলে যাওয়ার কিছুক্ষণ পর জানতে পারি এক যুবকের মরদেহ রেললাইন পড়ে রয়েছে। মরদেহর বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার মো. লোকমান হোসেন বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুর গামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন ৮টা ১৭ মিনিটে এবং চট্টগ্রাম থেকে জামালপুর গামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ৮টা ৪২ মিনিটে নাঙ্গলকোট রেল স্টেশন অতিক্রম করে। এর কিছুক্ষণ পর শুনতে পাই আপলাইনে এক যুবকের মরদেহ পড়ে রয়েছে। বিষয়টি লাকসাম রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্ল্যা বাহার বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।