• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০২:০৬:৪১ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০২:০৬:৪১ (17-May-2024)
  • - ৩৩° সে:

কক্সবাজারে ফের ৮ জনকে আটক করলো ট্যুরিস্ট পুলিশ

নিজস্ব প্রতিবেদক: পর্যটন নগরী কক্সবাজারের পর্যটক হয়রানি, মাদক ব্যবসা, ছিনতাই, এবং বোরকা পরিহিত নারী কর্তৃক পর্যটকের সাথে আর্থিক প্রতারণাসহ অসামাজিক কার্যকালাপের অভিযোগে দ্বিতীয় দিনের মত আবারও ৮ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে ১৬ জনকে আটক করা হয়।২৮ এপ্রিল রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে কক্সবাজার পৌরসভার বিভিন্ন স্পট থেকে তাদেরকে আটক করা হয়।আটকরা হলো- কক্সবাজার সদরের বার্মিজ মার্কেট এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে নূর মোহাম্মদ তাসলিম হোসাইন (২৪), ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার মৃত সোনা মিয়ার ছেলে মো. সোহেল (২০), মৃত আলী আহাম্মেদের ছেলে মো. শরীফ (২০), মো. সামছুল আলমের ছেলে রাসেল (৩০), ২ নং ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়ার মো. হাবিবুর রহমানের ছেলে মো. রুবেল (২২), মো. রফিকের ছেলে মো. এনায়েত (২২), মৃত সাবেরের ছেলে মো. মেহেদী হাসান (২২) ও ৫ নং ওয়ার্ডের আলীর জাহান এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে মোঃ রিফাত হোসেন (২০)।আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার টুরিস্ট পুলিশে রিজিওনের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ এশিয়ান টিভি অনলাইকে বলেন, যতদিন কক্সবাজারে এই ধরনের অসামাজিক কার্যক্রম পরিচালিত হবে, ততদিন আমরা তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আমরা অন্যায়কারীকে প্রশ্রয় দিব না, সে যত শক্তিধর হোক না কেন।আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।