• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:২৯ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:২৯ (20-May-2024)
  • - ৩৩° সে:

রংপুর-৪: দলীয় প্রার্থীর স্বার্থে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর স্বার্থে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাকিবুর রহমান তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন।১৭ ডিসেম্বর রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে স্বতন্ত্র প্রার্থী হাকিবুর রহমান তার মনোনয়ন প্রত্যাহার করেন।হাকিবুর রহমান এশিয়ান টিভি অনলাইনকে বলেন, কেন্দ্রীয় কমিটির ঘোষণায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আর এই আসনে দলের মনোনীত প্রার্থী টিপু মুনশি প্রতিদ্বন্দ্বিতা করছেন।দলীয় প্রার্থী টিপু মুনশি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে আরেকজন মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ হওয়া ঠিক নয়। তাই দলের এবং দলীয় প্রার্থীর স্বার্থে তিনি (হাকিবুর রহমান) মনোনয়ন প্রত্যাহার করেছেন।তফসিল ঘোষণার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী টিপু মুনশি, জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম, স্বতন্ত্র হাকিবুর রহমান ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সিরাজুল ইসলাম পাঠোয়ারী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।স্বতন্ত্র প্রার্থী হাকিবুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করায় এই আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।