• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:৫৯:৫৯ (21-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কালিয়াকৈরে টানা বৃষ্টিতে বড়ইবাড়ি-সফিপুর আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি থেকে সফিপুর আঞ্চলিক সড়কে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। সম্প্রতি টানা বৃষ্টিপাতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে সিনাবহ এলাকার যমুনা ইলেকট্রনিক্স কারখানার পাশের অংশে সড়ক প্রায় এক থেকে দেড় ফুট পানির নিচে তলিয়ে গেছে।স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, সামান্য বৃষ্টি হলেই এ এলাকায় পানি জমে যায়। কিন্তু চলতি বর্ষা মৌসুমে টানা কয়েকদিনের বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও নারী-শিশুরা বেশি ভোগান্তির শিকার হচ্ছে।চালকরা জানান, জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ছোট যানবাহন বিকল হয়ে পড়ছে, এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। অনেক ক্ষেত্রেই সড়কটি বিকল্প সড়ক না থাকায় ভোগান্তি আরও তীব্র হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সড়কের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানালেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। দ্রুত স্থায়ী সমাধান না হলে বর্ষাকালে এ দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।এই বিষয়ে কালিয়াকৈর উপজেলার মৌচাক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, বড়ইবাড়ি থেকে সফিপুর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। দীর্ঘদিন ধরে এই এলাকায় পানি জমে মানুষের ভোগান্তি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।