• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:৪৭:৩৬ (18-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:৪৭:৩৬ (18-Jul-2025)
  • - ৩৩° সে:

কেমন থাকবে শুক্রবারের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের প্রথমার্ধে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। এতে করে গতকালের তুলনায় গরমের অনুভূতি কিছুটা বেশি হতে পারে।১৮ জুলাই শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৮ মিলিমিটার।আজকের আবহাওয়া লাইভ (Ajker Weather Live) আপডেটসহ আগামীকালের আবহাওয়া কেমন থাকবে?এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো ধরনের সতর্কবার্তা নেই। নদীবন্দরে কোনো সংকেত দেখানোর প্রয়োজন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।