• ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৭:৩২:৪৫ (19-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৭:৩২:৪৫ (19-May-2024)
  • - ৩৩° সে:

শরীয়তপুর রামভদ্রপুরে খালের উপর নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জের রামভদ্রপুরে খালের ওপর নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। তবে সময় বাঁচাতে মানুষ জীবনের ঝুঁকি নিয়েই ব্রিজ দিয়ে চলাচল করছেন।২৪ এপ্রিল বুধবার সকালে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সত্যপুর মুন্সি (পাটনি) বাড়ি এলাকায় অবস্থিত সেতুতে গিয়ে দেখা যায়, মাঝখানে পাথর, বালু, সিমেন্টের ঢালাই সম্পূর্ণ উঠে গিয়ে লোহার রড বেরিয়ে গেছে।স্থানীয়রা জানান, ভেদরগঞ্জ পৌরসভা, রামভদ্রপুর, মহিষার, চামাটা, ডিঙ্গামানিকসহ ছয়টি ইউনিয়নের মানুষের উপজেলা সদর ও রাজধানী ঢাকায় যাতায়াতের জন্য সেতুটি অতি গুরুত্বপূর্ণ। গত কয়েক মাস ধরে সেতুটির এমন দশা হয়েছে। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।জানা গেছে, স্থানীয় সরকার অধিদপ্তর ১৯৯৮ সালে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পাটনি বাড়ি এলাকার খালের ওপর এ সেতুটি নির্মাণ করে। সংস্কারের অভাবে এটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রছাত্রীসহ পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। সেতুর মধ্যে গর্ত হয়ে যাওয়ায় রোগী পরিবহনও কঠিন হয়ে পড়েছে।এ বিষয়ে রামভদ্রপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার রুবেল মীর বলেন, সেতুটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি।স্থানীয় সরকার উপজেলা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী অনুপম চক্রবতি জানান, ব্রিজটি নির্মাণ হয়েছে প্রায় ২৮ বছর। ব্রিজটির মাঝখানে ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। এখন সেতুটি ঝুঁকিপূর্ণ, তাই জরুরিভাবে গর্তটি সংস্কার করার ব্যবস্থা করা হবে।