• ঢাকা
  • |
  • সোমবার ১০ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:২২:২২ (24-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

৫ বছরে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে বাংলাদেশ: বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের কারণে ২০৩০ সালের মধ্যেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হতে পারে দক্ষিণ এশিয়া। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো ঘনবসতিপূর্ণ দেশগুলোকে এই সংকটের সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হবে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।২৪ নভেম্বর সোমবার রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত ‘ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।প্রতিবেদন বলছে, আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ চরম জলবায়ু ঝুঁকির মুখোমুখি হবে। তাপমাত্রা বৃদ্ধি, ভয়াবহ বন্যা, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার বাড়তি চাপ—এসবের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন এবং শ্রমবাজার। একই সঙ্গে পারিবারিক ও সামাজিক পর্যায়েও ঝুঁকি বহুগুণে বাড়বে।অনুষ্ঠানে পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ, শক্তি উন্নয়ন, তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা সবই ব্যয়বহুল প্রক্রিয়া। এ বিষয়ে বাংলাদেশের একাধিক নীতি থাকলেও বাস্তবায়ন এখনও বড় চ্যালেঞ্জ।তিনি আরও জানান, দেশজুড়ে পাইলট প্রকল্প চালু রয়েছে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।