• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:৩৮ (11-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:৩৮ (11-May-2025)
  • - ৩৩° সে:

দুবাইয়ে নিহারিকা মমতাজের জুয়েলারি প্রদর্শনী

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশের ফ্যাশন ও জুয়েলারি ডিজাইনার নিহারিকা মমতাজের ব্যাতিক্রমী জুয়েলারি পন্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তাঁর সিগনেচার জুয়েলারি ব্র্যান্ড নাইনটিন সেভেনটি টু এর সম্প্রতিকে সময়ে তৈরি শিল্পকর্ম নিয়ে এই আয়োজন করা হয়।কান চলচ্চিত্র উৎসবে স্থান পাওয়া জুয়েলারি শিল্পী নিহারিকা মমতাজের শিল্প দুবাইয়ের একটি হেরিটেজে ২ দিন ব্যাপি প্রদর্শিত হয়। প্রদর্শনীর প্রথম দিন উদ্বোধন করেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দুবাই পুলিশের পাব্লিক সিকিউরিটির ডেপুটি চিফ জেনারেল ওয়ালিদ আল মান্নাই, মেজর জেনারেল নাসের আল ওয়াদি ইয়াহিয়া, শিহাব মুহাম্মদ আল জাসমি, সাইদ নৌরিনসহ আরও অনেকে।স্থানীয় আরবদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন মডেল, চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।নিহারিকা মমতাজ জানান, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য জুয়েলারিতে তুলে ধরা হয়েছে। বিশেষ করে দুবাইয়ের ঐতিহাসিক স্থাপনার মধ্যে বিভিন্ন মসজিদ, ভিলা ও বাসভবনের দরজা-জানালার ডিজাইন জুয়েলারির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাংলাদেশেরও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছোট ছোট ডিজাইনও জুয়েলারিতে স্থান পেয়েছে।তিনি আরও জানান, এসব জুয়েলারি পন্য অনলাইনেই বিক্রি করা হয়। সর্বনিম্ন মূল্য ৩০০ ডলার থেকে ১০ হাজার ডলার পর্যন্ত। বিভিন্ন দেশের চিত্রশিল্পী, মডেলসহ সৌখিন জুয়েলারি প্রেমিকরা এসব ক্রয় করেন।রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, নিহারিকা মমতাজ বাংলাদেশের গর্ব । তিনি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে শিল্পের মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করেছেন। দেশের বিভিন্ন বিষয় তার জুয়েলারিতে ভেসে ওঠে। ইউনিক এসব কর্ম অন্যান্য নারীদেরও উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।