• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:০৩:৪৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:০৩:৪৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় জুম্মার নামাজের সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীরিফলকাটি গ্রামের মৃত আব্দুল বারী গাজীর ছেলে সবজি ব্যবসায়ী মো. শাহিনুর রহমান(৩৪) জুম্মার নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।পরিবার সূত্রে জানা যায়, ২৯ মার্চ শুক্রবার সকাল ১১টায় গোসল শেরে শ্রীফলকাটি গাজী বাড়ি বাইতুর রহমান জামে মসজিদে জুমার দুই রাকাত নামাজ আদায় করার সময় প্রথম রাকাতে সেজদায়রত অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি দুই শিশুকন্যা, স্ত্রী, দুই ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরুহুমের জানাজার নামাজ বাদ আসর শ্রীফলকাটি দাওরা হাদিস মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।গাজী বাড়ি বাইতুর রহমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইউসুফ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমি জামাতের নামাজ চলাকালে প্রথম সেজদায় গেলে শাহিনুর আর ওঠেনি। নামাজ শেষে দেখা যায় সে আর পৃথিবীতে নেই। এমন মৃত্যু আমার ও সকলেরই যেন হয় এই কামনা করি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।