• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই আশ্বিন ১৪৩২ রাত ১১:০১:২৮ (03-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

একটি পরিবার, এক ভাইয়ের জীবন-মৃত্যুর লড়াই

রাঙ্গুনিয়ার (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ সরওয়ার। এই তরুণের জীবন আজ এক কঠিন পরীক্ষায় লিভার সিরোসিস ও টিউমারের সাথে লড়াই। বাঁচার একমাত্র উপায় হলো লিভার ট্রান্সপ্ল্যান্ট, যার জন্য প্রয়োজন প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা।বাবার মৃত্যু থেকে নিজের কাঁধে সংসারের ভার নিয়েছিলেন সরওয়ার। ছোট দুই বোন ও মাকে নিয়ে ভাড়া বাসায় থাকা, পড়াশোনা ও চাকরি সব মিলিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে লড়াইয়ে কাটিয়ে দিয়েছেন। কিন্তু এবার অসুস্থতা তার দরজায় কড়া নাড়ছে, জীবনকে ঝুঁকিতে ফেলে।এই কঠিন সময়ে উঠে আসে এক মানবিক দৃশ্য ছোট বোনের নিঃস্বার্থ ভালোবাসা। বোনরা বলেছে, ‘ভাই, আমার লিভার দিয়েই তোমার জীবন বাঁচবে। আমরা চাই তুমি সুস্থ হয়ে ফিরে আসো।’এই মুহূর্তে পরিবারের চোখে জ্বলজ্বলে আনন্দ আর অশ্রু মেশানো আবেগ। সরওয়ারও নিজের কষ্ট ও ভয়ে গলা চেপে ধরে রাখতে পারেননি। তিনি বললেন, ‘আমার দুই বোনের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তাদের জন্য সুস্থ হয়ে ফিরে আসাই আমার একমাত্র লক্ষ্য।’চিকিৎসকরা জানিয়েছেন, দেশে চিকিৎসা সম্ভব নয়। ভারতের কোনো বিশেষায়িত হাসপাতালে লিভার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া জীবন বাঁচানো সম্ভব হবে না। চিকিৎসার খরচ প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা। পরিবার চেষ্টা করছে, তবে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব নয়।সাহায্যের আবেদনমানুষ মানুষের জন্য— সেই বিশ্বাস থেকেই পরিবার সকলের কাছে সাহায্য চাচ্ছে। আপনার একটি ছোট্ট সহায়তাও সরওয়ারকে নতুন জীবন ফিরিয়ে দিতে পারে।ভাইকে বাঁচানোর জন্য বোনের নিঃস্বার্থ ত্যাগ, মায়ের দোয়া আর পরিবারের অবিচল ভালোবাসা আমাদের মনে শেখাচ্ছে- সাহায্য ও মানবিকতা মানুষকে বাঁচাতে পারে।অর্থ পাঠানোর মাধ্যমDutch Bangla Bank Plc.A/C No: 2461030181564, Gulshan 1 BranchIslami Bank Bangladesh Plc.A/C No: 20502767400056206, Gulshan Circle 1 BranchbKash / Nagad (Personal): 01829782745, 01840109218