কলকাতার সিনেমায় জিয়াউল ফারুক অপূর্ব
বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সম্প্রতি নাম লিখিয়েছেন ওপার বাংলায়। টলিউডের পরিচালক প্রতিম ডি গুপ্তা নির্মাণ করছেন ‘চালচিত্র’ শিরোনামে একটি সিনেমা। সিনেমাটি প্রযোজনা করছেন কলকাতার ফ্রেন্ডস কমিউনিকেশনস। ২৭ সেপ্টেম্বর বুধবার প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেইজে অপূর্বর ছবি পোস্ট করে এ ঘোষণা দেয়া হয়। সিনেমাটিতে অপূর্বর বিপরীতে হয়েছেন রাইমা সেন।জানা যায়, বুধবার সকাল থেকে কলকাতায় সিনেমাটি শুটিং শুরু হয়েছে। সিনেমাটিতে অপূর্বের সাথে আরও অভিনয় করছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন এবং স্বস্তিকা দত্ত।থ্রিলার গল্পের এ সিনেমায় গল্প গড়াবে কলকাতার একদল গোয়েন্দা পুলিশ অফিসারের কর্মকান্ড নিয়ে। তাদের নেতৃত্বে থাকবেন অফিসার কণিষ্ক চ্যাটার্জি। গল্পের সাসপেন্সে দেখা যাবে ১ টি মামলার তদন্ত করতে গিয়ে দেখেন এটি মিলে যাচ্ছে ১২ বছর আগের পুরোনো একটি কেসের সাথে। এ নিয়ে দলের সবার ব্যক্তিগত জীবনে ওঠে ঝড়। বাকিটা সিনেমা মুক্তি পেলেই দেখা যাবে।বাংলাদেশী সিনেমাতে এর আগে অপূর্বকে দেখা গেলেও কোলকাতার সিনেমায় এবারই প্রথম অভিনয় করবেন তিনি।