• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:৩৪:১১ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:৩৪:১১ (21-May-2024)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে দোকানী আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও কম্পিউটারের অপব্যবহার করে জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মস্থলের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সিল স্ট্যাম্পসহ বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিলো কম্পিউটার ট্রেনিং সেন্টার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান।  গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ২১ ফেব্রুয়ারি বুধবার কম্পিউটার ট্রেনিং সেন্টারে অভিযান পরিচালনা করে পুলিশ। রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক নুরু জালাল মুন্নাকে আটক করেছে।বিষয়টি  নিশ্চিত করে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইলেকট্রনিক ডিভাইস ও কম্পিউটারের অপব্যবহার করে জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মস্থলের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, সিল, স্ট্যাম্পসহ বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট জব্দ করা হয়েছে।এ বিষয়ে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। আটক আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  মামলার তদন্তে আলোচ্য  ঘটনায় গ্রেফতারকৃত আসামির সহিত অন্য কাহারো  অন্তর্ভুক্ত বা সম্পৃক্ততা পাওয়া গেলে বা অন্য কেউ জড়িত থাকলে তা তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।