• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:৫৩:৩৯ (09-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: সারাদেশের ন্যায় বাগেরহাটের মোল্লাহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।৮ অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু'র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার'র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সমান মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, সমাজে নারী-পুরুষ সমতার ভিত্তিতে কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানটি পুরো উপজেলা জুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং কন্যাশিশুর প্রতি সমাজের ইতিবাচক মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে