প্রথমবারের মতো মেডিকেল ক্যাম্পে অভূতপূর্ব সাড়া পেল জবি ছাত্রদল
সৃজন সাহা, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আয়োজনে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি শেষ হয়েছে। এতে প্রায় ১৮শ’ শিক্ষার্থী চিকিৎসা সেবা নিয়েছেন।২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এ কর্মসূচির সমাপ্তি হয়। এর আগে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন।প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ গাইনি সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়, যাতে প্রায় সাড়ে ৪শ’ শিক্ষার্থী সেবা নেন। দ্বিতীয় দিনে স্কিন কেয়ারে পাঁচ শতাধিক ও শেষ দিনে মেডিসিন বিভাগে আট শতাধিক শিক্ষার্থী সেবা নেন। তিন দিনে মোট প্রায় আঠারোশ শিক্ষার্থী এ কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন।স্বাস্থ্যসেবায় অংশ নেন গাইনী বিশেষজ্ঞ ডা. উম্মে হানি পৃথ্বী ও ডা. ফাইরুজ ফানান্না; চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মোরশেদুল ইসলাম সজীব ও ডা. তানজিনা রহমান; মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল বারী মামুন, ডা. কামরুল হাসান মুন্না ও ডা. সজল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. সাব্বির শরিফ শাকিল।জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “তিন দিনে আমরা গাইনি, স্কিন ও মেডিসিন বিভাগে সেবা দিয়েছি। শুধু ডাক্তার দেখানো নয়, বিনামূল্যে ঔষধও সরবরাহ করা হয়েছে। বিশেষ করে ছাত্রী বোনদের জন্য উদ্যোগটি কার্যকর হয়েছে। আমাদের কাজ এখানেই শেষ নয়, ভবিষ্যতেও এটি চলমান থাকবে।”সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “প্রথমবারের মতো মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। সবাই আরও কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।”কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নজরুল ইসলাম মামুন, নাহিয়ান বিন অনিক, শাখাওয়াত ইসলাম পরাগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।