• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ রাত ০৯:০৯:০১ (27-Jan-2026)
  • - ৩৩° সে:
গাইবান্ধায়  সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

গাইবান্ধায় সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের এক সাঁড়াশি অভিযানে ছিনতাই হওয়া ইজিবাইকের বডি উদ্ধার করা হয়েছে। এ সময় ছিনতাইকারী চক্রের মুলহোতা ও সংঘবদ্ধ ছিনতাইচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ৭ জুলাই শুক্রবার দুপুরে তাদের  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।জানা যায়, ২৬ জুন সোমবার রাত ৯ টায় ২ ব্যক্তি যাত্রী সেজে উপজেলার তালুককানাপুর ইউনিয়নের লিটু চন্দ্র দাসের ইজিবাইক বালুয়া বাজার থেকে নাকাইহাট যাওয়ার উদ্দেশ্যে ভারা করে। রাত আনুমানিক ১০ টায় ইজিবাইকটি নাকাইহাটের দুর্গাপুর নামক স্থানে পৌঁছলে সেখান থেকে অজ্ঞাতনামা আরও ২ ব্যক্তি  ইজিবাইকটিতে ওঠে। এসময়ে চালক লিটুকে আরেকটু সামনে যেতে বলে সুযোগ বুঝে অকস্মাৎ তার উপর হামলা করে যাত্রীবেশী ছিনতাইকারীরা। পরে লিটুকে মারধরে এক পর্যায়ে ধাক্কা দিয়ে ফেলে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায়  প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে সেখানে তার অবস্থা খারাপ হওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসাপাতালে ভর্তি করা হয়।চালক লিটু সুস্থ হয়ে বাড়ী ফিরে বিভিন্ন স্থানে তার ইজিবাইকের সন্ধান করেন। একপর্যায়ে গত ৬ জুলাই বৃহস্পতিবার উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিংগা বাজারের একটি ওয়ার্কসপে বাইকটির বডির সন্ধান পান। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে ইজিবাইকের বডিটি উদ্ধার করে। পরে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থান অভিযান চালিয়ে ছিনতাইয়ের সাথে জড়িত  রাখাল বুরুজ  দুর্গাপাড়া গ্রামের খোকা মিয়ার পুত্র আতোয়ার রহমান বাবু (৩৫), মকবুল হোসেনের পুত্র লিটন মিয়া (৪০), মৃত হায়দার আলী পুত্র আপেল মিয়া (৩২) ও পানিয়া গ্রামের মৃত মোজাহার আলীর পুত্র আবু হোসেনকে (৪২) গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আসামীরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।এ ঘটনায় ইজিচালক লিটু চন্দ্র দাস বাদি হয়ে গো‌বিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শসসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।