কালীগঞ্জে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগের উপজেলা সভাপতি শরিফুল ইসলামকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।৮ মে বৃহস্পতিবার দবিাগত রাতে উপজেলার কাশীরাম গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শরিফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের বাবলু মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছিলেন।পুলিশ জানান, তার বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাটে গত জুলাই ও আগস্ট মাসে বৈষম্য আন্দোলন কারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শরিফুল ইসলামকে গ্রেফতার পর আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও তিনি জানিয়েছেন।