• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:৩০:৪৬ (08-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জাজিরায় অটো চালকের হাতে-পায়ের রগ কেটে দুই চোখ তুলে নিয়েছে দুর্বৃত্তরা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় নৃশংসভাবে এক অটোরিকশা চালকের দুই চোখ ও হাত পায়ের রগ কাটার   ঘটনা ঘটেছে।৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ হামলার শিকার হন স্থানীয় রিকশাচালক।স্থানীয়রা জানান, হামলাকারীরা তাকে ধরে নিয়ে গিয়ে অমানবিকভাবে নির্যাতন চালায়। এসময় তার হাত পায়ের রগ কেটে ফেলে এবং দুই চোখ উপড়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার খবর পেয়ে আমরা আহতকে উদ্ধার করেছি। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।অভিযুক্তরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে সঠিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।