প্রেমের টানে হবিগঞ্জে ছুটে এলেন চীনা যুবক
হবিগঞ্জ প্রতিনিধি: প্রেমের টানে হবিগঞ্জের বাহুবলে এসে হাজির হয়েছেন এক চীনা যুবক।উপজেলার মিরপুর ইউনিয়নের খিলবামৈ গ্রামে মোহাম্মদ আলীর বাড়িতে প্রেমিকার প্রেমে টানে চলে আসেন চীনা যুবক। ওই চীনা যুবক ২৪ সেপ্টেম্বর বুধবার রাতে বাংলাদেশি প্রেমিকার বাড়িতে আসেন। এ ঘটনায় এলাকায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়।জানা গেছে, ওই গ্রামের প্রেমিকা মীম আক্তারের সাথে চীনের এই যুবকের সঙ্গে গত কয়েক মাস যাবত ফেইসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।গত কয়েক মাস তারা কথা বলার এক পর্যায়ে বুধবার রাতে বাহুবল উপজেলার খিলবামৈই গ্রামে প্রেমিকার বাড়িতে চলে আসেন চীনা যুবক। বাড়িতে আসার পর যুবককে প্রেমিকার পরিবার রিসিভ করে নেয়।