• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৩৭:৫৩ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৩৭:৫৩ (10-May-2024)
  • - ৩৩° সে:

মোংলায় ওএমএসের চাল আত্মসাতের ঘটনায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ

বাগেরহাট প্রতিনিধি: সরকারি ওএমএস চাল আত্মসাতের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার দায়ে মোংলা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমানকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। তবে গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না এই কারণ দর্শানোর নোটিশ করার পাঁচ দিনেও নোটিশের জবাব দেননি শাহিনুর রহমান।এ বিষয়ে ইউএনও অসন্তোষ প্রকাশ করে বলেন, তাকে ২৯ এপ্রিল সোমবার এ বিষয় বলা হয়েছে। তিনি (শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান) ৩০ এপ্রিলের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দেবেন বলে জানিয়েছেন। নোটিশের জবাব সন্তোষজনক না হলে শাহিনুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।এ বিষয়ে জানতে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি তার খোঁজে শিক্ষা অফিসে গিয়েও পাওয়া যায়নি।এসময় নাম প্রকাশ না করার শর্তে তার অধীনস্থ কর্মচারীরা তার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, শাহিনুর রহমান স্যার ঠিক মতো অফিসে আসেন না। সপ্তাহে ২/৩ দিন অফিস করেন।এদিকে সরকারের খোলাবাজারে ওএমএসের চাল আত্মসাতের ঘটনায় উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ডিলার রাজিব মৃধার বিরুদ্ধে মামলা হচ্ছে। মোংলা থানায় যে কোন সময় এই মামলা করবেন মোংলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. আশরাফুল হক।এ বিষয়ে মো. আশরাফুল হক বলেন, ২৯ এপ্রিল সোমবার মামলা দায়েরের জন্য থানায় গিয়েছিলাম। কিন্তু এজাহারে কিছু সংশোধন আনায় মামলাটি ওই দিন করা যায়নি। তবে সংশোধন করে ডিলার রাজিব মৃধার বিরুদ্ধে মামলা করা হবে।সূত্র মতে জানা গেছে, গত ২৪ এপ্রিল বুধবার মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বড়ইতলা গ্রামে অসহায় সুবিধাভোগীদের ৩০ কেজির বস্তায় চার কেজি চাল কম দিচ্ছিলেন। খবর পেয়ে সেখানে হাজির হন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না। এসময় তিনি ওজনে কম দেওয়া ১৫/২০ বস্তা সরকারি চাল জব্দ করেন। তখন ডিলার রাজিব মৃধা পালিয়ে গেলে তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এসময় ওই এলাকায় চাল বিতরণে মোংলা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান ট্যাগ অফিসারের দায়িত্বে থাকার কথা থাকলেও রহস্যজনক কারণে তিনি সেখানে উপস্থিত ছিলেন না।পরবর্তীতে সরকারের খোলাবাজারে ওএমএস চাল বিতরণে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ডিলার রাজিব মৃধার বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের মামলা করার সুপারিশ করে উপজেলা প্রশাসন। একই সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলার দায়ে মোংলা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমানকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়।