• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩১ ভোর ০৫:২৪:৩৮ (25-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩১ ভোর ০৫:২৪:৩৮ (25-Mar-2025)
  • - ৩৩° সে:

বিশ্বকাপে ম্যাক্সওয়েলের দ্রুততম সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক: এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ান ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল করেছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ফলে ওয়ানডে বিশ্বকাপের রেকর্ড বুকে দ্রুততম সেঞ্চুরি করে ঠাই করে নিলেন তিনি। ডাচ বলারদের নিয়ে তিনি রিতিমত ছেলে খেলাই করেছেন।২৫ অক্টোবর বুধবার দিল্লিতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেন এ অস্ট্রেলিয়ান ড্যাসিং ব্যটার। এর মধ্য দিয়ে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে গেছেন এই অজি অলরাউন্ডার।এর আগে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন। বুধবার সেই রেকর্ড ভেঙে মাত্র ৪০ বলে শতরান করলেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের শতরানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৮ টি চার ও ৮টি ছক্কা দিয়ে। দ্রুততম সেঞ্চুরি করলেও তিনি অবশ্য ১০৬ রানের বেশি করতে পারেননি এ ম্যাচে। ৪৪ বলে ৯ টি চার ও ৮ ছক্কার পরে লোগান ফন বিকের বলে আউট হন এ অজি ব্যাটার।