• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:৫৭:২৫ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:৫৭:২৫ (01-May-2025)
  • - ৩৩° সে:

দক্ষিণখানে কিশোর গ্যাং লিডার ফরহাদ দেওয়ান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখান এলাকার শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার মো. ফরহাদ দেওয়ানকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।১৬ মার্চ রোববার বিকেল ৩টার দিকে গোপন তথ্যে দক্ষিণখান থানার পেয়ারা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে উত্তরা আর্মি ক্যাম্প।গ্রেপ্তার ফরহাদ দেওয়ানের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ ৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যে রোববার বিকেলে দক্ষিণখান থানার পেয়ারা বাগান এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, কিশোর গ্যাং লিডার, ডাকাতি, চাঁদাবাজি, মাদক কারবারি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত ও হত্যাচেষ্টাসহ ৮ মামলার আসামি মো. ফরহাদ দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে ২টি ধারালো চাকু ছাড়াও ৬৯টি মোবাইল সিম, ৭৯টি মেমোরি কার্ড ও ১৬টি পেন ড্রাইভ উদ্ধার করা হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত বছরের ৯ অক্টোবর আর্মি ক্যাম্প কর্তৃক বিশেষ এক অভিযানে ফরহাদ দেওয়ানকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরবর্তীতে সে জামিনে মুক্তি পায়। এরমধ্যে গত ১০ জানুয়ারি ডাকাতি ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। এ মামলায় এজাহারভুক্ত আসামি ফরহাদ দেওয়ানকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য দক্ষিণখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।